Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে মেঘনা নদীর শাখা রহমত খালী খাল বয়ে গেছে। যার ফলে অত্র ইউনিয়নের অধিকাংশ মানুষ কুষি কাজের জন্য কোন  ‍দুরভোগ পোহাতে হয়না । অত্র খালের বিশেষ পরিচিত নাম হলো ওয়াপদার খাল । যাহা সরাসরি মজু চৌধুরির হাটের সুইচ গেটের মাধ্যমে মেঘনার শাখা নদী।

এ ছাড়া ও এই খালের ই কিছু শাখা খাল আছে যেমন, ভুলুয়ার খাল, খাচুরতলী খাল । তবে এই ওয়াপদার গ্রাসে প্রতিবছর অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই খাল পাড়ের মানুষ  বিভিন্ন প্রাকৃতিক দূর্যেগের সাথে লড়াই করে টিকে থাকে তাই এরা প্রকৃতি গত ভাবেই সাহসী এবং পরিশ্রমী।