Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

লাহারকান্দি ইউনিয়নের ইতিহাস

লাহারকান্দি ইউনিয়ন, যাহা সদরের একান্ত নিকটবর্তী ইউনিয়ন। জানা যায় পৌরসভা গঠনের আগে বর্তমান জেলা শহরটিও লাহারকান্দি ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।

পৌরসভা গঠনের পর অত্র ইউনিয়নের পরিধি কমতে থাকে । । অত্র ইউনিয়নে রহমতখালী খাল, ওয়াপদার খাল, আরো কয়েকটি শাখা খাল রহিয়াছে। শিক্ষিতের হার প্রায় ৪৫%, মোট ১৩ টি ছোট বড় গ্রাম নিয়ে এই ইউনিয়ন গঠিত।

গ্রামগুলোর অধিকাংশ মানুষ পেশায় কৃষি কাজ করে। এছাড়া ও কিছু মানুষ শিক্ষকতা, ব্যবসা, সরকারী চাকুরি, দিনমুজুর ইত্যাদি পেশায় নিয়োজিত আছেন। কৃষকরা বেশিরভাগ ঋতু কালীন ফসল ফলিয়ে জিবিকা নির্বাহ করেন। যেমন, ধান, পাট, ইত্যাদি। আর সবজি চাষের মধ্যে প্রধান হলো শসা। অত্র ইউনিয়নে উৎপাদিত শসা দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করেন। আগে অত্র ইউনিয়নে শিক্ষিতের হার কম থাকলে ও বর্তমানে শিক্ষার হার দিন দিন বাড়ছে।

ভাষা গত দিক থেকে অত্র অঞ্চলের মানুষ নোয়াখালীর আঞ্চলিক ভাষাই ব্যবহার করে থাকেন।

অত্র ইউনিয়নে উল্লেখযোগ্য সংখ্যক যুবক শ্রেণী পোলট্রি ও লেয়ার খামারে উৎসাহিত হয়েছেন। নারিকেল, সুপারি,ও অন্যা্ন্য শষ্য অত্র ইউনিয়নে প্রচুর পরিমানে উৎপন্ন হয়।