কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
মামলার নং |
শুনানির তারিখ |
বাদী-বিবাদী
|
আদেশের বিবরন |
০৩/২০২০ |
১৫/০১/২০২০ |
বাদী ০১। রোজিনা বেগম, পিতা: মো: সেলিম ভুঁইয়া গ্রামঃ চর রুহিতা পোস্টঃ রসুলগঞ্জ, উপজেলাঃ সদর, জেলাঃ লক্ষ্মীপুর। |
অদ্য বাদী ও ১ নং বিবাদী হাজির আছে। ২নং বিবাদী হাজির নাই। বিগত তারিখে ও ২ নং বিবাদী হাজির ছিলেনা। নোটিশ জারি করা হয়েছে। ১নং বিবাদী জানান ২ নং বিবাদী না আসার সম্ভাবনাই বেশী। এমআবস্থায় বিচার কার্য চালিয়ে যাওয়ার মৌখিক আবেদন জানান। এপর্যায়ে উভয় পক্ষকে শালিশ মনোনীত করার জন্য বলা হলো। বাদী পক্ষের মানিত শালিশ নিম্নরূপঃ ০১. জনাব আবদুস সহীদ - ইউপি সদস্য, ৪ নং ওয়ার্ড ০২. জনাব আবদুল ছাত্তার - ইউপি সদস্য, ০১ নং ওয়ার্ড এর নিকট বিক্রয় করেন। বিগত ২৯/০৭/২০১৯ ইং তারিখে লক্ষ্মীপুর এস আর অফিসে উপস্থিত হয়ে জমি রেজিস্টি করে দিয়ে অতি দ্রুত তাহার দখল বুঝাইয়া দেন। এর পর বাদী পক্ষ উক্ত জমির গর্তে বালি দিয়া ভরাট করে তাহা বসবাসের উপযোগী করে তোলেন। এমতাবস্থায় ২ নং বিবাদী জনাব জালাল আহাম্মদ অবৈধ বাবে বাদীর ভরট করা সম্পত্তি জবর দখল করার পাতারা চালাই। বাদঅ নিরিহ ও আইনের প্রতি শদ্রসিল। তাই তিনি ইউপি আপিসে এই বিষয়ে অবিঝোগ দাখিল করে সুবিচার পাওয়ার আবেদন জানান। উপরোক্ত জলিল পত্র পর্যোলচনা ও স্থায়ী বাসিন্দা গনের কয়েক জনকে মৌখিক বাবে জিঙ্গাসা করে জানা যায় বাদীর বাদী সটিক ও যুক্তিক। ২নং বিবাদী সম্পনূ আন্যায় ভাবে গায়ের জোরে অবৌধ বাবে বাদীর সম্পত্তি দখল করার পাইতারা ছালাচ্ছে। উপরোক্ত ভাবে উক্ত মামলার কার্যক্রম শেষ করা হলো।পিতামৃতঃ হাবিব উল্যা |
বিবাদী: বেল্লাল হোসেন, পিতা: আবুল খায়ের গ্রাম: প: সৈয়দপুর, পো: রামানন্দী, উপজেলাঃ সদর, জেলাঃ লক্ষ্মীপুর। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস