গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা ভূমি অফিস
সদর, লক্ষ্মীপুর
বিজ্ঞপ্তি
বিষয়ঃ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন,২০০১ (সংশোধিত ২০১৩) এর গেজেটের কপি প্রেরণ প্রসঙ্গে।
সূত্রঃ ভূমি মন্ত্রণালয়ের ০৮.০৫.২০১৩খ্রি: তারিখের ৩১.০০.০০০০.০৪৫.৫৩.০৫৬.১১-২৮০নং স্মারক।
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অর্পিত সম্পত্তির ‘ক’ ও ‘খ’ তালিকায় প্রকাশিত অবমুক্তির বিষয়ে আবেদনের সময়সীমা ৩০ শে জুন,২০১৩খ্রি: পর্যমত্ম সূত্রে উলেস্নখিত স্মারকমূলে সরকার কর্তৃক বর্ধিত করা হয়েছে। উক্ত তারিখের মধ্যে অর্পিত সম্পত্তির ট্রাইবুনাল ও অর্পিত সম্পত্তির অবমুক্তির কমিটি বরাবরে আবেদন করা যাবে।
জনস্বার্থে অত্র বিজ্ঞপ্তিটি জারী করা হলো।
স্বাক্ষরিত/
সহকারী কমিশনার (ভূমি)(অ:দা:)
উপজেলা ভূমি অফিস
লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর সদর,লক্ষ্মীপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS