Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
রহমত খালী খাল
Details

লাহারকান্দি ইউনিয়নের অধিকাংশ গ্রামের পাশ্র্ব দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে রহমত খালী খাল। এটি বৃহত্তর মেঘনা নদীর একটি শাখা। এখানে সারা বৎসর স্থানীয় মানুষরা বরশি অথবা জাল দিয়ে মাছ ধরে থাকেন। সব সময় পানি থাকার কারনে এখানে সারা বৎসর মাছ পাওয়া যায়। শুধু তাই নয়, এ খাল কৃষি প্রধান লাহারকন্দি ইউনিয়নে চাষাবাদের সেচ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বলতে গেলে অত্র ইউনিয়নের ব্যাপক শাক-সবজি ও অন্যান্য ফসল উৎপাদন এ রহমতখালী খালের অবদান।